বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর এবারের আসরে পর পর টানা সপ্তম জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শনিবার (৪ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারায় কুমিল্লা।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় চট্টগ্রাম। রানের খাতা খোলার আগেই ফেরেন মারুফ, খাজা নাফে ফেরেন দুই রান করে। তৃতীয় উইকেট জুটিতে আফিফ-উসমানের ব্যাটে প্রতিরোধ গড়ে দলটি।
দু’জনে জুটিতে ৮৮ রান যোগ করেন। উসমান ৪১ বলে ৪ চার ও ৩ ছয়ে ৫২ রান করে ফিরলে ভাঙে এই জুটি। এরপর অধিনায়ক শুভাগতকে নিয়ে ৩৫ রানের জুটি গড়েন আফিফ।
শুভাগত ১২ রান করে ফিরলে ভাঙে এই জুটি। এরপর ৩ রানের মধ্যে ৩ উইকেট হারায় চট্টগ্রাম। আউট হন আফিফও। সাজঘরে ফেরার আগে ৪৯ বলে ৬ চার ও ২ ছয়ে ৬২ রান তোলেন তিনি।
শেষদিকে রাসুলি ৯ বলে ১ চার ও ২ ছয়ে ২১ রান করে চট্টগ্রামকে ভালো সংগ্রহ এনে দেন তিনি। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে চট্টগ্রাম।
কুমিল্লার পক্ষে তানভীর এবং হাসান আলী ২টি করে উইকেট শিকার করেন। এছাড়াও সৈকত আলী নেন ১ উইকেট।
১৫৭ রানের লক্ষ্যে নেমে ৫৭ রান তুলতেই ৩ উইকেট হারায় কুমিল্লা। ওপেনিংয়ে নামা সৈকত আলী এবং অধিনায়ক ইমরুল ফেরেন ১৫ রান করে। জনসন চার্লসের ব্যাট থেকে আসে মাত্র ৯ রান।
চতুর্থ উইকেট জুটিতে ৭৬ রান করে ম্যাচটি নিজেদের করে নেয় কুমিল্লা। মোহাম্মদ রিজওয়ান (৬১) ও মোসাদ্দেক হোসেনের (৩৭) উপর ভর করে ছয় বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙর করে কুমিল্লা।
চট্টগ্রামের পক্ষে মৃত্যুঞ্জয় চৌধুরি ও জিয়াউর রহমান নেন ২টি করে উইকেট।
জেএন/পিআর