গভীর রাতে ত্রিমুখী সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সংঘর্ষে জড়ানো গ্রুপগুলো হলো বিজয়, সিএফসি ও সিক্সটি নাইন।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটের দিকে ছাত্রলীগের বগিভিত্তিক উপপক্ষগুলোর মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। চলে দিবাগত রাত দেড়টা পর্যন্ত।
এ সময় উভয়পক্ষের মধ্যে চলে ইটপাটকেল নিক্ষেপ। দেশীয় অস্ত্রসহ অনেক ছাত্রলীগ কর্মীকে দেখা যায়। এতে অন্তত তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আহতদের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের স্টেশনতলায় সিক্সটি নাইনের এক কর্মীর সঙ্গে সিএফসির এক কর্মীর কথা কাটাকাটি ও হাতাহাতি হয়, যা একপর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। সিএফসিকে সমর্থন দেয় বিজয় গ্রুপ। এতে সংঘর্ষ ত্রিমুখীতে রূপ নেয়।
সরিজমিনে দেখা যায়, বিজয়ের অনুসারীরা সোহরাওয়ার্দী মোড়ে, সিএফসির অনুসারীরা আমানত হলের সামনে এবং সিক্সটি নাইনের অনুসারীরা শাহজালাল হলের সামনে অবস্থান নিয়ে পরস্পরকে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল ছুড়তে থাকে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ শুরু হয়েছে বলে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসন মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।
জেএন/পিআর