ফের সংলাপের জন্য প্রধানমন্ত্রীকে ড. কামালের চিঠি

সংসদ নির্বাচনকে সামনে রেখে ছোট পরিসরে সংলাপের জন্য আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন বিএনপিসহ সরকারবিরোধী দলগুলোর জোট জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন।

- Advertisement -

রোববার (৪ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ড. কামালের চিঠি নিয়ে ধানম-িতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে যান গণফোরামের মোস্তাক আহমেদ ও জগলুল আফ্রিক।

- Advertisement -google news follower

শনিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠকে এই চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়।

বৈঠকে এখন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব পালন করবেন বলে সিদ্ধান্ত হয়।

- Advertisement -islamibank

বৃহস্পতিবার (১ নভেম্বর) এই জোটের সঙ্গে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৪ দলের প্রথম দফা সংলাপ হয়। যদিও এই সংলাপে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি জোট নেতারা।

<h5/>জয়নিউজ/আরসি<h5/>

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM