নিরাপদ সড়ক দাবিতে শনিবার (৪ আগস্ট) শিক্ষার্থীদের আন্দোলনে রনির সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
আন্দোলনকারী ছাত্রদের একটা অংশ সকাল থেকে ওয়াসা মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিল।
এ সময় সেখানে ছাত্রলীগ চট্টগ্রাম নগরের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
রনি সাংবাদিকদের বলেন, আন্দোলনে কোনো উস্কানিদাতাকে থাকতে দেয়া হবে না। কোটাবিরোধী ও শিবিরের নেতাকর্মীরা আন্দোলনে ঢুকে পড়েছে। আমরা তাদের বের করে দিচ্ছি।
প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন ছাত্র জয়নিউজকে বলে, রনি ও তার দলবল ছাত্রদের চড় থাপ্পড় মারে। তারা পুলিশের কাছে বিচার দিলেও পুলিশ এই সময় নিষ্ক্রিয় ছিল।
পরে বেলা ২টায় কর্মসূচি শেষ হয়।
জয়নিউজবিডি/আরসি