সামরিক শাখার প্রধানসহ দুই জঙ্গির রিমাণ্ড

নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সামরিক শাখার প্রধান রণবীরসহ ২ জঙ্গীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক মো. আব্দুল মজিদ।

- Advertisement -

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবান চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম এমরান এ রিমান্ড মঞ্জুর করেন।

- Advertisement -google news follower

রিমান্ড মঞ্জুরকৃত জঙ্গীরা হলেন- কথিত জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সামরিক শাখার প্রধান রণবীর (৪৪) ও বোমা বিশেষজ্ঞ আবুল বাসার মৃধা (৪৪)।

আদালত সূত্রে জানায়, গত ২৩ জানুয়ারি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পাহাড়পাড়া সাকিনের ইয়াহিয়া গার্ডেন এলাকার একাশিয়া বাগানে অভিযান পরিচালনা করে সিলেটের শাহপরাণ এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মাসুকুর রহমান ওরফে রনবীর (৪৪) ও মাদারীপুরের রাজৈর এলাকার মৃত আব্দুর রউপ মৃধার ছেলে আবুল বাসার মৃধাকে (৪৪) অস্ত্র,কারতুজ ও নগদ টাকাসহ আটক করে র‌্যাব ১৫ এর সদস্যরা।

- Advertisement -islamibank

পরে গত ২৪ জানুয়ারি বান্দরবান জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক সৈয়দা সুরাইয়া আক্তার কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ বিষয়ে কোর্ট পরিদর্শক মো. আব্দুল মজিদ জানান, সন্ত্রাস ও রাস্ট্রদ্রোহী মামলায় মাসুকুর রহমান রনবীর, আবুল বাশার মৃধা, নিজাম উদ্দীন হিরণ, মো. সাদিকুর রহমান, সালেহ আহমদ, মোঃ ইমরান বিন রহমান, বায়েজিদ ইসলামসহ সাত জনকে আদালতে তোলা হলে ৭ দিনের রিমান্ড আবেদন করে রাষ্ট্র পক্ষ।

এরই প্রেক্ষিতে আদালত মাসুকুর রহমান ওরফে রনবীর (৪৪) ও আবুল বাসার মৃধা (৪৪)কে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM