মিরসরাই উপজেলায় লাইসেন্স এবং অনুমোদনহীনভাবে অস্ব্যাস্থকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা গুণলো জনপ্রিয় রেস্টুরেন্টে ‘মীরসরাই ক্যাফে’। এছাড়াও কৃষি জমির মাটি কাটার দায়ে একটি এক্সেভেটর জব্দ করা হয়।
সোমবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার সুফিয়া রোড় এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।
অভিযান-কালীন স্কুল কলেজের ক্লাস চলাকালীন সময়ে ক্লাস ফাঁকি দিয়ে ক্যাফেতে বসে আড্ডা দেওয়ায় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সতর্ক করা হয় এবং তাদের অভিভাবকদের এই ব্যাপারে খেয়াল রাখার জন্য অনুরোধ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করে আনসার বাহিনী।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে মিরসরাই ক্যাফেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেএন/জাবেদ/পিআর