চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত ভারটেক্স অফ-ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেড ফায়ার সেফটি প্ল্যান ছাড়াই ২২ বছর ধরে কনটেইনার ডিপোর কার্যক্রম পরিচালনা করে আসছে। অনুমোদন ছাড়াই ডিপোর অভ্যন্তরে পরিচালনা করা হচ্ছে পেট্রোল পাম্প। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পতেঙ্গা থানার কাঠগড় এলাকার ভারটেক্স ডিপোতে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। এ সময় ফায়ার সার্ভিস, বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা অভিযানে সহযোগিতা করেন।
প্রতীক দত্ত বলেন, ফায়ার সেফটির বিষয়ে সোমবার দুপুরে পতেঙ্গা এলাকার বেসরকারি কনটেইনার ডিপো ভারটেক্স অফ-ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেডে অভিযান চালানো হয়েছে।
অভিযানে দেখা গেছে, ডিপোটিতে ফায়ার সেফটি প্ল্যান নেই। গত ২২ বছর ধরে এভাবেই ডিপোটি পরিচালনা হয়ে আসছে। কখনও ফায়ার সেফটি প্ল্যান অনুমোদনের ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযানের সময় ফায়ার হাইড্রেন্ট পাওয়া যায়নি। তাছাড়া ডিপোটিতে অনুমোদন ছাড়াই চালানো হচ্ছে পেট্রল পাম্প।
এসব অভিযোগে ডিপোর সিনিয়র ম্যানেজার শেখ মোয়াজ্জেম হোসেনকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের এ বিষয়ে সতর্ক করার পাশাপাশি ফায়ার সেফটি প্ল্যান অনুমোদন ও দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
জেএন/এফও/এমআর