চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন জামালখানের লিচু বাগান এলাকায় রতন বাবুর পুরাতন ভবন ভাঙার সময় দেয়ালের একটা অংশ নিচে ফুটপাতে পড়লে একজন পথচারী ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। গুরুত্বর আহত হয়ে আরো একজন চমেক হাসপাতালে মারা গেছেন।
আজ বুধবার বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকাল চারটার দিকে নগরের জামালখানের দাওয়াত ও সিকদার হোটেলের পাশে এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবীর বলেন, পুরাতন একটি ভবন ভাঙ্গার কাজ চলছিল। ওই পথ ধরে কয়েকজন লোক হেঁটে যাওয়ার সময় হঠাৎ একটি বড় আকারের দেয়াল কয়েকজন পথচারীর উপর পড়ে। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। আরেকজন আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতরা হলেন- ৬৭ জামালখান আর আর প্যাকেজেস এর রওনক চক্রবর্তী (৬০) ও ফটিকছড়ি উপজেলার ডাকপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মোঃ জসিম (৪১)।
ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
স্থানীয়রা জানায়, কোন প্রকার নিরাপত্তা বেস্টনী না দিয়ে পুরাতন ভবনটি ভাঙ্গা হচ্ছিল। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
জেএন/এফও/এমআর