২৫ ফেব্রুয়ারি শনিবার চট্টগ্রাম সাইলো ঠিকাদার শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- চট্ট ২৩৮৪ এর দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন। এ নির্বাচন ঘিরে প্রচার প্রচারণা জমে উঠেছে। ২০০৫ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনের এবার ১২৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবে। বরাবরের মতো দুটি প্যানেলে ১৩ টি পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। ইকবাল-মনিরুল প্যানেল গত ৫ বার একাধারে জয় লাভ করে আসছে। এবারও তাঁরা পূর্ণ প্যানেলে জয়ের ব্যাপারে আশাবাদী।
তবে ইসহাক-হাফিজুর প্যানেল জয়ের লক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে।
সকল শ্রমিক কর্মচারিদের মনোনীত প্যানেল ইকবাল-মনিরুল পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির জয় নিউজকে বলেন, শ্রমিকদের সুখে-দুঃখে আমরা সব সময় পাশে আছি। তাই বিগত ৫ বার নির্বাচনে আমাদের প্যানেল জয়ী হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম হবে না।
সকল শ্রমিক কর্মচারিদের মনোনীত প্যানেল ইকবাল-মনিরুল পরিষদে সভাপতি পদে মোহাম্মদ ইকবাল হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম, সহ সভাপতি মোহাম্মদ ফারুখ শেখ, সহ সভাপতি মোহাম্মদ সেলিম, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মনছুর আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুয়েল, দপ্তর সম্পাদক নূরুল আলম ভুটো, প্রচার সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ এরশাদুল, কার্যকরী সদস্য কাঞ্চন মিয়া ও মোহাম্মদ কবির প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে ইসমাইল- হাফিজুর প্যানেল থেকে পদগুলোতে প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে মোহাম্মদ ইসমাইল সভাপতি পদে এবং মোহাম্মদ হাফিজুর রহমান সায়েদ সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন।
একাধিক সাধারণ ভোটার বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হলে আবারও জয়ের মালা ইকবাল-মনিরুল পরিষদের প্যানেলে আসবে। তাঁরা দীর্ঘদিন ধরে সদস্যদের অপদে বিপদে কাছে ছিলেন।
জেএন/এফও/এমআর