ফের বাড়ল ডলারের দাম

আন্তর্জাতিক বাজারে ডলার সূচক গত ৭ সপ্তাহের মধ্যে সর্বোচ্চে বাড়েছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতির মিশ্র তথ্য প্রকাশিত হয়েছে। ফলে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আরও কিছুদিন সুদের হার বাড়াতে পারে।

- Advertisement -

এ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন বিনিয়োগকারীরা। ফলে আন্তর্জাতিক মুদ্রাবাজারে অন্যান্য কারেন্সির বিপরীতে মার্কিন মুদ্রার দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

- Advertisement -google news follower

এতে বলা হয়, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ডলার সূচক শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৫.১৬ পয়েন্টে। গত ৬ জানুয়ারির পর যা সর্বোচ্চ।

এ নিয়ে টানা ৪ সপ্তাহ প্রধান ৬ বৈশ্বিক মুদ্রার বিপরীতে ডলারের দাম বাড়ল। সবমিলিয়ে চলতি মাসে মুদ্রাটির মান বেড়েছে ২ দশমিক ৬২ শতাংশ।

- Advertisement -islamibank

ডলারের বিপরীতে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রধান মুদ্রা ইউরোর দাম কমেছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি ইউরোর মূল্য স্থির হয়েছে ১ দশমিক ০৫৮৩ ডলারে।

ব্রিটেনের মুদ্রা স্টার্লিংয়েরও দর হ্রাস পেয়েছে। প্রতি ব্রিটিশ মুদ্রার মূল্য নিষ্পত্তি হয়েছে ১ দশমিক ১৯৮৫ ডলারে।

জাপানের মুদ্রা ইয়েনের দরপতন ঘটেছে শূন্য দশমিক ৪৫ শতাংশ। প্রতি ডলার বিক্রি হয়েছে ১৩৫ দশমিক ২৯ ইয়েনে।

মোনেক্সের ফোরেক্স অ্যানালাইসিসের প্রধান সিমন হার্ভে বলেন, মার্কিন অর্থনীতির শক্তিশালী তথ্য প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে ডলার সূচক ঊর্ধ্বমুখী হয়েছে।

এ নিয়ে টানা চার সপ্তাহ তা বাড়ল। কারণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে যেতে পারে ফেড।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM