চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদম রসুলপুর এলাকায় ‘সীমা অক্সিজেন’ নামক একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ হয়েছে।
এতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মারাত্মক আহত হয়েছে ১৬ জন। তাদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে।
শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড ও কুমিরা স্টেশনের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির পুলিশের উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জয় নিউজবিডি ডটকমকে বলেন, নিহত তিনজনের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম শামসুল আলম (৫০)।
চমেক হাসপাতালের ক্যাজুলয়াটি ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন মো. নূর হোসেন (৩০), মো. আরাফাত (২২), মোতালেব (৫২), ফেনসি (৩০), মো. জসিম উদ্দিন (৪৫), নারায়ণ (৬০), মো. ফোরকান (৩৫), শাহরিয়ার (২৬) ও মো. জাহিদ হাসান (২৬)।
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
জেএন/এফও/পিআর