চট্টগ্রাম কাস্টমসের ৮৬ লট পণ্য নিলামে উঠছে আজ

চট্টগ্রাম বোর্ডের দেয়া লক্ষ্যমাত্রা অর্জন, বন্দরে জট
কমানো ও সরকারের রাজস্ব আদায়ে মরিয়া হয়ে কাজ করছে চট্টগ্রাম কাস্টম হাউস। দীর্ঘদিন বন্ধ থাকার পর চট্টগ্রাম কাস্টমস আবার বিভিন্ন পণ্যের নিলাম কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

- Advertisement -

আজ বুধবার ৮৬ লটে বিভিন্ন পণ্য নিলামে তুলছে কাস্টমস হাউস। এ কার্যক্রমের দরপত্র ও ক্যাটালগ বিক্রি শুরু হয়েছে ১ মার্চ থেকে। নির্ধারিত মূল্য পরিশোধ করে গত ১২ মার্চ পর্যন্ত ক্যাটালগ ও দরপত্র সংগ্রহ করেছেন বিডাররা (নিলামে অংশগ্রহণকারীরা)।

- Advertisement -google news follower

কাস্টম সূত্র মতে, বিডাররা অফিস চলাকালীন এবং নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেসার্স কেএম কর্পোরেশনের মাঝিরঘাটের অফিস, কাস্টমসের নিলাম শাখা অফিস এবং ঢাকার মতিঝিল অফিস থেকে থেকে ক্যাটালগ ও দরপত্র সংগ্রহ করেছেন। সংগৃহীত দরপত্র গত ৯ থেকে ১৩ মার্চ পর্যন্ত সকাল ৯টা থেকে বেলা ২ টার মধ্যে জমা দিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তার (প্রশাসন) কার্যালয়, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়, শুষ্ক আবগারি ও ভ্যাট কমিশনারেট (ঢাকা দক্ষিণ) এর কার্যালয় এবং ঢাকার কাকরাইলে অবস্থিত আইডিইবি ভবনে স্থাপিত দরপত্রের বাক্সে। এরপর আজ ১৫ মার্চ বিকাল ৩ টায় বিডারদের উপস্থিতিতে দরপত্রের বাক্স খোলা হবে। নিলাম সম্পন্ন হওয়ার পর সর্বোচ্চ দরদাতাদের অনুকূলে পণ্য বিক্রির অনুমোদন দিবেন নিলাম কমিটির সদস্যরা।

এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের উপ-কমিশনার মোহাম্মদ নাহিদুন্নবী বলেন, নিলাম আমাদের রুটিন কার্যক্রমের একটি অংশ। দীর্ঘদিন ধ্বংস কার্যক্রম চলমান থাকায় নিয়মিত নিলাম বন্ধ ছিল। এখন আবার নিলাম কার্যক্রম শুরু হয়েছে।

- Advertisement -islamibank

ফেব্রিক্স-রাসায়নিক পদার্থসহ ৮৬ লটের বিভিন্ন ধরনের পণ্য নিলাম অনুষ্ঠিত হবে। এবার যেসকল পণ্যের নিলাম অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে আছে আনপ্রিন্টেড পিভিসি শিট, গ্র্যাফট অ্যাডহেসিভ, পিভিসি কোডিং টাওয়ার, স্টিম প্রেস মেশিন, চেয়ার, প্লাস্টিক হ্যাংগার, প্লাস্টিক বাকল, অপরিশোধিত ডিজেল, ডায়েরি, এসিটিক এসিড, উডেন পেলেটস, ফেব্রিক্স, রাইচ মিল মেশিনারি, ইউজড উইন্ডার মেশিন, পেট ড্রাইয়ার, প্লাস্টিক জিপার, মেটাল ফ্রেম, ব্যাটারি লিড, ওয়াশিং কেমিক্যাল, তেঁতুল বিচি, এলইডি টিভি, ক্যাট কেইজ, ক্র্যাফট পেপার, কাভারড রাবার থ্রেড, ইজিজি ইনকিউবিটর, লেডিস নিট শার্ট, টেক্সটাইল কেমিক্যাল, সিনথেটিক বেল্ড, গার্মেন্টস মেশিনারিজ, ফুটওয়্যার স্যান্ডেল, ক্রুড গ্লিসারিন, পিভিসি রিবন, গার্মেন্টস এক্সেসরিজ, পেপার হ্যাং ট্যাগ, স্কুলের আসবাবপত্র, পেপার বোর্ড, ইনজেকশন সিরিঞ্জ, সোডিয়াম সালফেট, পাঞ্চিং মেশিন, ওয়াল পেপার, অটো গ্যাস স্টোভ, মেটাল বাটন, ক্যাপিটাল মেশিনারি, ছাপাখানার কালি, এলইডি ল্যাম্প, লেইস, ইলাস্টিক এবং সোডিয়াম ক্লোরাইড।

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM