রাত পোহালেই বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। ১৫ মার্চ বুধবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণের জন্য ৮৬টি কেন্দ্রে পৌঁছানো হয়েছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) নির্বাচনী সরঞ্জাম। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার সদস্যের পাশাপাশি স্টাইকিং ফোর্স, মোবাইল টিম মাঠে নেমেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো.নুরুল ইসলাম বলেন, প্রতিটি কেন্দ্রে ইভিএম মেশিনসহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ভোট গ্রহণ শুরু হবে ইভিএম মেশিনে। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। উপজেলার ৮৬টি কেন্দ্রের ৫১৮টি কক্ষে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম রাজা, স্বতন্ত্র প্রার্থী শাহজাদা এসএম মিজানুর রহমান ও সাংবাদিক কাজী আয়েশা ফারজানা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলায় ভোটার রয়েছেন ২ লাখ ৬ হাজার ১৬৭জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৭ হাজার ৬৬৬জন ও মহিলা ভোটার রয়েছেন ৯৮ হাজার ৫০১ জন।
জেএন/পূজন/এমআর