চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে কে কার প্রতিপক্ষ

অনুষ্ঠিত হলো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র। শেষ হওয়া ড্রয়ে ইউরোপ সেরার দৌড়ে সেরা আটে ইংলিশ ক্লাব চেলসির বিপক্ষে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ

- Advertisement -

শুক্রবার (১৭ মার্চ) সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হয় এই কোয়াটার ফাইনালের ড্র। কোয়াটার ফাইনাল শেষে ১০ জুন তুরস্কের ইস্তাম্বুলে আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আসরের ফাইনাল লড়াই।

- Advertisement -google news follower

ড্রয়ের মাধ্যমে আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ দল হিসেবে নির্বাচিত হয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

আগামী মাসের ১১ এপ্রিল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্নাব্যুতে খেলবে চেলসি। বেনফিকার মাঠে মুখোমুখি হবে ইন্টার মিলান। ১৮ এপ্রিল স্ট্যামফোর্ড ব্রিজে দ্বিতীয় লেগে রিয়ালকে আতিথেয়তা দেবে ব্লুজরা। দ্বিতীয় লেগে ইন্টার মিলানের মাঠে খেলবে বেনফিকা।

- Advertisement -islamibank

তার আগে ১২ এপ্রিল ম্যানসিটির ইতিহাদ স্টেডিয়ামে হবে প্রথম লেগের লড়াই, ওই ম্যাচে আতিথেয়তা পাবে বায়ার্ন। এসি মিলানের সানসিরোতে প্রথম লেগ খেলবে নাপোলি। আর ১৯ এপ্রিল দ্বিতীয় লেগে বায়ার্নের মাঠে খেলবে ম্যানসিটি এবং নাপোলির মাঠে খেলবে এসি মিলান।

বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ শেষ ষোলোয় ৬-২ ব্যবধানে ইংলিশ জায়ান্ট লিভারপুলকে হারিয়ে দিয়েছে। এছাড়া ম্যানচেস্টার সিটি জার্মান ক্লাব লেইপজিগকে ৭-০তে হারিয়ে দিয়েছে।

কোয়াটার ফাইনালে কে কার প্রতিপক্ষ

রিয়াল মাদ্রিদ-চেলসি
ইন্টার মিলান-বেনফিকা
ম্যানচেস্টার সিটি-বায়ার্ন মিউনিখ
এসি মিলান-নাপোলি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM