টাকা ও ভবন আত্মসাৎ মামলা সাতকানিয়া পৌর কাউন্সিলর আরাফাতের জামিন নামঞ্জুর

অর্থ আত্মসাত ও ভবন দখল মামলায় চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার কাউন্সিলর আরাফাত উল্লাহ জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার বিকেলে চট্টগ্রামের জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট-১ জিহান সানজিদা তার জামিন আবেদন নামঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী মাজহার উদ্দিন খান।

- Advertisement -

আরাফাত উল্লাহ সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। তার পিতার নাম আবদুল গফুর।

- Advertisement -google news follower

আদালত সূত্র জানায়, কাউন্সিলর আরাফাত উল্লাহর বিরুদ্ধে ৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন বড়ভাই জহির উল্লাহ। মামলার এজহারে বলা হয়- বাদী জীবিকার তাগিদে ১৯৯৫ সালে বিদেশ যান। সেখান থেকে অর্জিত টাকা দিয়ে নিজের জমিতে সোয়া দুই কোটি টাকায় একটি ভবন করেন। ভবনটি নির্মাণের সময় দেখভালের দায়িত্ব পালন করেন কাউন্সিলর আরাফাত উল্লাহ। ভবন নির্মাণের টাকা থেকেই ৪১ লাখ ১১ হাজার ৬৭১ টাকা আত্মসাত করেন। গত বছর ১২ অক্টোবর আদালতে দায়ের করেন। একই বছরের ২৫ ডিসেম্বর সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান ঘটনার সত্যতা পেয়ে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। পরে আরাফাতের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গত মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ এর আদালতে আত্মসমার্পন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

বাদী পক্ষের আইনজীবী মাজহার উদ্দিন খান জানান, অর্থ আত্মসাত ও ভবন দখল মামলায় চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার কাউন্সিলর আরাফাত উল্লাহ জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

- Advertisement -islamibank

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM