স্বর্ণজয়ী রুবেল-দিয়া দেশে ফিরেছেন

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ ওয়ানে গত রবিবার ইতিহাস গড়ে বাংলাদেশের দুই আর্চার মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী।

- Advertisement -

রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে এ জুটি বাংলাদেশের হয়ে জেতেন স্বর্ণ। সফল সেই টুর্নামেন্ট শেষে আজ মঙ্গলবার দেশে ফিরেছেন তারা।

- Advertisement -google news follower

রুবেল-দিয়াসহ দেশে ফিরেছে চাইনিজ তাইপেতে অনুষ্ঠিত হওয়া এ টুর্নামেন্টের ৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয় আর্চারি দলের সবাই।
টুর্নামেন্টে স্বর্ণ ছাড়াও একটি ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ।

গত রোববার চাইনিজ তাইপেতে অনুষ্ঠিত রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ দল ৫-৩ সেটে কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক জয় করে।

- Advertisement -islamibank

এছাড়া রিকার্ভ পুরুষ এককে ব্রোঞ্জ জয় করেন রুবেল। ৬-৪ সেটে কাজাখস্তানের আব্দুললিন ইলফাতকে হারিয়ে পদকটি জয় করেন বাংলাদেশের এই আর্চার।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM