বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি নগরীর জেনারেল হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়।
স্বাস্থ্য অধিদপ্তর, আইসিডিডিআরবি, বেসরকারি সংস্থা ব্র্যাক, মমতা, ইমেজ, নিষ্কৃতি, আশার আলো, নাটাব, আইআরডি, বার্ডাস, আশার আলো সোসাইটি, এসএমসি, লেপ্রসি মিশন ও অন্যান্য সহযোগী সংস্থার প্রতিনিধিগণ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
এর আগে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বী বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী’র সভাপতিত্বে এবং জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বী প্রধান অতিথির বক্তৃতা করেন। বিভাগীয় স্বাস্থ্য দপ্তর সহকারী পরিচালক ডা. সুমন বড়ুয়া, জেনারেল হাসপাতাল আরএমও ডা. গোলাম মোস্তফা, সিভিল সার্জন কার্যালয় এমও ডিসি ডা. মোঃ নুরুল হায়দার, বিভাগীয় টিবি এক্সপার্ট ডা. বিপ্লব পালিত বিশেষ অতিথির বক্তৃতা করেন। সিভিল সার্জন কার্যালয়ের এমও সিএস ডা. মোঃ নওশাদ খান স্বাগত বক্তব্য রাখেন।
জেএন/এফও/এমআর