বাংলাদেশের সিরিজ জিততে দরকার ১০২ রান

তৃতীয় ও শেষ ওয়ানডেতে সিলেটে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকদের পেস বোলিং তোপে মাত্র ১০১ রানে গুটিয়ে (২৮.১ ওভার) গেছে আইরিশ শিবির। সিরিজ জিততে টাইগারদের দরকার ১০২ রান।

- Advertisement -

আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের পেস বোলিং তোপে হাসফাঁস অবস্থা ছিল আয়ারল্যান্ডের। ২৬ রান তুলতেই টপ অর্ডারের চার উইকেট হারায় দলটি। প্রথম তিন উইকেট নিয়ে এই আক্রমণের নেতৃত্ব দেন পেসার হাসান মাহমুদ। চতুর্থ উইকেট নেন তাসকিন আহমেদ।

- Advertisement -google news follower

টপ অর্ডারের চার ব্যাটার স্টেফান ডোহেনি (৮), পল স্টারলিং (৭), অ্যান্ডি বলবার্নি (৬), হ্যারি টেক্টর (০) ছুঁতে পারেননি দুই অঙ্কের রান।

শুরুর বিপর্যয়ে লরকান টাকার ও কার্টিস ক্যাম্ফার প্রতিরোধের চেষ্টা করেন। দলীয় ৬৮ রানে এই জুটি ভাঙেন আরেক পেসার ইবাদত হোসেন। ৩১ বলে ২৮ রান করা টাকারকে ফেরান তিনি। পরের বলেই জর্জ ডকরেলকে বোল্ড করে দেন ইবাদতই।

- Advertisement -islamibank

এরপর ম্যাকব্রায়ানকে নাসুমের হাতে ক্যাচ বানান তাসকিন। সাত বলে মাত্র এক রান করেন ম্যাকব্রায়ান। একই ওভারে রানের খাতা খুলার আগেই তাসকিনের বলে সাজঘরে ফেরেন মার্ক অ্যাডায়ার।

ক্রিজে এক প্রান্ত ধরে খেলছিলেন কার্টিস ক্যাম্ফার। দলীয় ৯৬ রানের মাথায় তাকে ফেরান হাসান মাহমুদ। ৪৮ বলে চারটি চারে ইনিংস সর্বোচ্চ ৩৬ রান করেন তিনি।

বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট নেন হাসান মাহমুদ। তাসকিন তিনটি, ইবাদত দুটি উইকেট নেন। প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল রেকর্ড ১৮৩ রানে। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত। আজকের ম্যাচটি তাই সিরিজ নির্ধারণী।

বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও নাসুম আহমেদ।

আয়ারল্যান্ড দল : অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রিস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর ও লরকান টাকার।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM