কাপ্তাইয়ে বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করলেন সর্বস্তরের মানুষ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস  উপলক্ষে রবিবার  (২৬ মার্চ)  কাপ্তাই উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন, পুলিশ , মুক্তিযোদ্ধা সংসদ  সহ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচী পালন করা হয়েছে।

- Advertisement -

সকাল ৫টা ৫০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি শুভ সুচনা করা হয়। এর পর কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী  কর্মকর্তা রুমন দে  এর নেতৃত্বে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনের পক্ষ হতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

- Advertisement -google news follower

এইছাড়া কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব,  কাপ্তাই থানার ওসি মোঃ জসিম  উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম এর নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন।

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ এর সদস্য অংসুইছাইন চৌধুরী এবং সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল এর নেতৃত্বে এরপর আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির সূর্য সন্তানদের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এর ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ইউএনও রুমন দে ও সাবেক কমান্ডার  শাহাদাত হোসেন চৌধুরীর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করেন।

- Advertisement -islamibank

এদিকে কর্মসূচীর অংশ হিসাবে সকাল ৮ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে   মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে এসময় কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পরে সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সম্মাননা, আলোচনা সভা,  পুরস্কার বিতরণ এবং উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।

জেএন/ঝুলন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM