কর্ণফুলী নদীর ভাঙন থেকে বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর গ্রামের বাসিন্দারা। ২৭ মার্চ সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনে অংশ নেন শতাধিক নারী-পুরুষ।
এসময় গ্রামবাসী বলেন, কর্ণফুলী নদীর ভাঙনে বাপদাদার জমিজিরাত-বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এ ভাঙনে এখন নতুন মাত্রা যোগ করেছে ড্রেজিং। অপরিকল্পিতভাবে ড্রেজিংয়ের ফলে হুমকির মুখে রয়েছে হাজার হাজার একর জমি ও শতশত পরিবারে বসতভিটা। প্রতিদিন অর্ধশতাধিক ড্রেজার নদীর পূর্বপাড়ে পশ্চিম গোমদন্ডী চরখিজিপুর এলাকায় নদীর তীর ঘেঁষে বালু ও মাটি তুলছে। অনতিবিলম্বে এ ড্রেজিং বন্ধ না করলে শতশত ঘরবাড়ি এবং ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুজায়েত আলী, মো.ছৈয়দ, রহমত আলী, মো. ইমরান হোসেন, জানে আলম, মঈন উদ্দীন, মো. লোকমান, মো. আজম, মো. ইদ্রিস আলী ও ওসমান গণি।
মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।
জেএন/পূজন/এমআর