খাগড়াছড়িতে দশ টাকায় ব্যাগভর্তি বাজার পেলো ৫শ পরিবার

খাগড়াছড়ির গুইমারায় ৫০০ সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে ১০টাকার সুপার শপের মাধ্যমে ব্যাগভর্তি খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

- Advertisement -

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়ন ও স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এসব পরিবারে ব্যাগভর্তি বাজার তুলে দেওয়া হয়।

- Advertisement -google news follower

এসময় নির্ধারিত ১০টি স্লিপের মাধ্যমে ১টাকা কেজি চাউল, ৩টাকা কেজি তেল, ৬টাকা পিচ মুরগি, ৫টাকা কেজি মাছ, ৩টাকা কেজি চিনি, ২টাকা ডজন ডিম, ১টাকায় পেয়াজ ও ডাল, আটা, লবন, সুজি, ছোলা, সবজিসহ ১৮ রকমের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ক্রয় করে উপকারভোগীরা।

আজ মঙ্গলবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় গুইমারা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এ কার্যক্রমের উদ্বোধন করেন সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি।

- Advertisement -islamibank

তিনি বলেন, পাহাড়ে স্থিতিশীলতা, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখাতে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়ন বিভিন্ন আভিযানিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পালন করে আসছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠােনে বিশেষ অতিথি ছিলেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার নাফিজ চৌধুরী। তাছাড়া রিজিয়নের অন্যান্য পদস্থ কর্মকর্তা ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM