ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুন: নিহত ১০

ফিলিপাইনের একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে ১০ যাত্রী নিহত ও একই ঘটনায় আরো ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

- Advertisement -

বুধবার সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে খবর রয়টার্সে প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, এ ঘটনায় ২৩০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

- Advertisement -google news follower

সেখানকার কোস্টগার্ড প্রধান রেজার্ড মারফি জানিয়েছেন এসি কেবিনের থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। ফেরিটির ৪৩০ জনের ধারণ ক্ষমতা ছিল বলেও জানান তিনি।

কোস্ট গার্ডের সরবরাহ করা ছবিতে দেখা যাচ্ছে, ‘এমভি লেডি মেরি জয় ৩’ নামের ওই ফেরিতে পানি ছিটানো হচ্ছে। একই সঙ্গে উদ্ধারকৃত যাত্রীদের তীরে নেওয়া হচ্ছে। এ ঘটনায় কোস্টগার্ড তদন্ত করবে বলে জানিয়েছে সংস্থাটি।

- Advertisement -islamibank

৭ হাজার ৬ শর বেশি দ্বীপ বেষ্টিত দেশটির নৌ-পরিবহনে নিরাপত্তা অনেকটাই কম। সেখানে প্রায়শই ধারণক্ষমতার বেশি যাত্রী বহন করা হয়। এর আগে গত বছর মে মাসে একটি ফেরিতে আগুন লেগে অন্তত ৭ জন নিহত হয়েছিলেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM