নেপালে দুই দফায় ভূমিকম্প

এবার দুদফায় দক্ষিণ এশিয়ার দেশ নেপালে আঘাত হেনেছে ভূমিকম্প। আজ শনিবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

- Advertisement -

ভারতীয় গণমাধ্যমটি জানায়, স্থানীয় সময় আজ শনিবার বেলা ১১টা ১২ মিনিটে কাঠমাণ্ডুতে চার দশমিক পাঁচ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ১৭৮ কিলোমিটার। উৎপত্তিস্থল কাঠমাণ্ডু থেকে ২৮ কিলোমিটার দূরে।

- Advertisement -google news follower

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে নেপালের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ তথ্য জানিয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে আজ ভারতীয় আইএসটি টাইম ৩টা ৪মিনিট ৩০ সেকেন্ডে তিন দশমিক পাঁচ শতাংশের আরও একটি ভূমিকম্প কাঠমাণ্ডুতে আঘাত হানে। এর গভীরতা ছিল ২৫ কিলোমিটার। উৎপত্তিস্থল কাঠমাণ্ডু থেকে ১০ কিলোমিটার উত্তর-পশ্চিমাংশে।

- Advertisement -islamibank

নেপালে এর আগে গত ফেব্রুয়ারি মাসে একবার আঘাত হানে ভূমিকম্প। যদিও তখন ক্ষয়ক্ষতি তেমন হয়নি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM