টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে আলী নূর পরিবহনের দুটি বাস পাল্লা দিয়ে আব্দুল্লাপুরের দিকে যাচ্ছিল। এ সময় বাইপাইলের দিকে আসা এক মোটরসাইকেল আরোহী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান।
আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উত্তেজিত হয়ে বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ রবিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একটি বাসের চালককে আটক করেছে পুলিশ।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন এসব তথ্য জানান। তিনি বলেন, দুই বাসের রেষারেষিতে এক বাইক চালকের মৃত্যু হয়েছে।
উত্তেজিত জনতা এ সময় আলী নূর পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি। একটু পরেই ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ আনে।
এ ঘটনায় একটি বাসের চালককে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিক নিহত মোটরসাইকেল চালকের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। বললেন পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পুড়িয়ে দেওয়া বাস দুটিকে রেকার দিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
জেএন/পিআর