চট্টগ্রামের লোহাগাড়ায় রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে বাজারব্যবস্থা মনিটরিং এবং অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় পণ্যের দাম বেশি ও মূল্যতালিকা না থাকায় ৭ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ দুপুরে উপজেলার চুনতি ডেপুটি বাজার এলাকায় বাজার মনিটরিংয়ের লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছি।
বলেন, অস্বাস্থ্যকর অবস্থায় ইফতারসামগ্রী তৈরি ও সংরক্ষণ, মূল্যতালিকা না থাকা ও বাড়তি দাম আদায়ের দায়ে ব্যবসায়ী মো. ইরফান, নুর মোহাম্মদ, মো. হেলাল, হেলাল উদ্দিন, মো. আব্বাস উদ্দিন, মো. সাকিব ও মো. হেলাল উদ্দিনসহ মোট ৭ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অনেক দোকানিকে সর্তকও করা হয়।
জেএন/পিআর