চট্টগ্রাম নগরীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করায় তিন কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নগরীর রাজাখালী এলাকায় মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও রানা দেব নাথ।
অধিদপ্তরের সহকারী পরিচালক আনিছুর রহমান বলেন, রমজানকে সামনে রেখে ‘অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করছে অসাধু কিছু ব্যবসায়ী। এদের সনাক্ত করতে নগরীর বিভিন্ন সেমাই কারখানায় অভিযান চালানো হচ্ছে।
রাজাখালী এলাকায় অভিযান চালিয়ে দেখা যায়, কয়েকটি কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন করছে। এরমধ্যে রাজাখালীর মেসার্স এমরান সেমাই ফ্যাক্টরিকে ২০ হাজার, রফিক ফুড প্রোডাক্টসকে ৬০ হাজার টাকা ও সূর্য সেমাই ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিন কারখানার মালিকদের সতর্ক করা হয়েছে। প্রতিটি সেমাই কারখানায় এ অভিযান চলবে বলে তিনি জানান।
জেএন/পিআর