লোহাগাড়ায় রাতের আঁধারে অবৈধভাবে কৃষি পাহাড় ও টিলা থেকে মাটি কাটার গোপন সংবাদ পেয়ে বুধবার (৫ এপ্রিল) ভোর ৩টার দিকে ভ্রাম্যমান আদালতের টিম নিয়ে ঘটনাস্থলে হাজির উপজেলা প্রশাসন।
উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিবিলা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানটির নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহাজাহান।
অভিযানে অবৈধভাবে কৃষি পাহাড় ও টিলা কাটার বিষয়টি হাতে নাতে প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে তাৎক্ষনিক এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জরিমানা আদায়ের তথ্যটি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহাজাহান। তিনি বলেন, ভোররাতে অবৈধভাবে কৃষি পাহাড় ও টিলা কাটার সংবাদ পেয়ে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম নিয়ে উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিবিলা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
সেখানকার ইউপি সদস্য মো. সোলাইমানের উপস্থিতিতে ওই এলাকার মোস্তাক আহমদের ছেলে শহীদুল ইসলামকে পাহাড় ও টিলা কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
জেএন/পিআর