কিশোর অপরাধী সৃষ্টির নেপথ্যে পরিবারেরও দায় রয়েছে: আ জ ম নাছির

পবিত্র রমজান উপলক্ষে জাহানারা মালেক ফাউন্ডেশন’র উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, কিশোর অপরাধী সৃষ্টির নেপথ্যে পরিবারেরও দায় রয়েছে। প্রত্যেক পরিবারে পিতামাতার উচিত নিজের কিশোর বয়সী সন্তানের সার্বক্ষণিক খোঁজখবর রাখা। বয়ঃসন্ধিকালে কিশোর সন্তানরা কোথায় যায়? কার সাথে মেলামেশা করে? তার বন্ধুবান্ধবরা কেমন স্বভাবের?-এসব খবরাখবর পিতামাতা ও পরিবারকে রাখতেই হবে। কিশোর বয়সীদের স্বাভাবিক ভাবে সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকার কথা নয়। সন্ধ্যার পর সে পড়ালেখায় থাাকার কথা। অথবা পড়ালেখায় না থাকলে পরিবারের অন্য সদস্যদের সাথে ঘরেই সময় কাটানোর কথা। পারিবারিক অস্বচ্ছলতার কারণে নিম্নজীবী পরিবারের কিশোর সন্তানেরা বিভিন্ন কাজেকর্মে ব্যস্থ থাাকার কথা। কিন্তু কোন কাজে জড়িত না থেকেও যদি কিশোর সন্তানেরা রাতে ঘর ছেড়ে বাইরে ঘুরে বেড়ায় তাহলে বিষয়টি নিতান্তই চিন্তার। বর্তমানে বিভিন্ন অপকর্মে জড়িত কিশোরদের ক্ষেত্রে এমনটাই ঘটে চলেছে। কিশোর বয়সীরা রাতে পাড়ার অলিগলিতে বসে আড্ডা দেয়। চাঁদাবাজি, মারামারি এমনকি খুনখারাবির ঘটনাতেও দেখা যাচ্ছে কিশোররাই অপরাধী। একজন সন্তান একদিনে অপরাধী হয়ে উঠে না। অপরাধী হয়ে উঠার পেছনে তার দীর্ঘদিনের অনিয়ম, অসচেতনতা নিয়ামক হিসেবে কাজ করে। তাই পিতামাতা ও পরিবারকে নিজের সন্তানের খেয়াল রাখতে হবে। কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাসঠাস। সঠিক সময়ে সন্তানের প্রতি সচেতন দায়িত্বশীল না হলে নিজেদের অজান্তেই প্রিয় সন্তান অপরাধী হয়ে উঠতে পারে।

- Advertisement -

রোববার ৯ এপ্রিল সকালে মুরাদপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে জাহানারা মালেক ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধা বঞ্চিত তিন’শ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ৮ আসন উপনির্বাচনে আওয়ামীলীগে প্রার্থী নোমান আল মাহমুদ।

- Advertisement -google news follower

জাহানারা মালেক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফাহ্দ মোহাম্মদের সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা শেখ সাদী সাইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন- মহানগর আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আহমেদুর রহমান সিদ্দিকী, ৮নং শুলকবহর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, পাঁচলাইশ থানা আওয়ামী লীগ নেতা আবুল হাশেম, শাহজাহান সুফী, আক্তার ফারুক , নজরুল ইসলাম, এরশাদ উল্লাহ মুন্না, মোহাম্মদ সায়েম, শম্ভু দাশ, সাহেদ মুরাদ,আবদুল হাকিম, ছাবের আহমদ, মোঃ জাহেদ, জানে আলম লেদু, আবছার জাবেদ প্রমুখ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM