শুভ সকালের অপেক্ষায় বাংলাদেশ

দুইবারের টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন উইন্ডিজদের বিপক্ষে প্রথম ম্যাচে প্রত্যাশিত পরাজয় জুটেছে বাংলাদেশের । বাংলাদেশ সময় ৫ আগস্ট ভোর ৬টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শুরু হবে দ্বিতীয় ম্যাচ।

- Advertisement -

টেস্ট সিরিজের হতশ্রী পারফরমেন্সের পর ওয়ানডে সিরিজে মাশরাফির ছোঁয়ায় পাল্টে যাওয়া বাংলাদেশ কি পারবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাড়াতে! অন্তত বাংলাদেশের দর্শকরা তাই চাইবেন। ছাত্র বিক্ষোভে অস্থির সারাদেশের মানুষের জন্য কিছুটা সস্থির সংবাদ হতে পারে বাংলাদেশের একটা জয়।

- Advertisement -google news follower

ক্রিকইনফোকে সাকিব বলেছেন, ‘গত ম্যাচে ১১ ওভার শেষে আমাদের রান ছিল ১০০। কিন্তু আমরা ততক্ষণে ৫ উইকেট হারিয়ে ফেলেছি। আমাদের রাসেলের মত কেউ নেই যে একা হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারবে।

দ্বিতীয় ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো। ম্যাচ নিয়ে সাকিব বলেছেন, ‘সবার জন্যই এটি রোমাঞ্চকর হওয়ার কথা। এখানে অনেক বাংলাদেশি দর্শক থাকবে। ক্রিকেটাররা ভালো খেলার চেষ্টা করবে। আশাকরি সবাই তা উপভোগ করবে।’

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM