অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ বা জুনিয়র কোপা আমেরিকার পূর্বের ১৮টি আসরের মধ্যে ১২টি আসরের চ্যাম্পিয়নই ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। ইকুয়েডরে বসা চলমান টুর্নামেন্টটির ১৯তম আসরে ১৩তম শিরোপা জয়ের লক্ষ্যে মুখিয়ে আছে ব্রাজিলের যুবারা।
ইতোমধ্যে টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। প্রথ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ২-১ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ৩-২ গোলের জয় পায় সেলেসাও জুনিয়ররা।
শুক্রবার (১৪ এপ্রিল) বাংলাদেশ সময় রাত একটায় ইকুয়েডরের রাজধানী কুইটোর এস্তাদিও দে লিগা দেপোর্টিভা ইউনিভার্সিটিরিয়ায় মুখোমুখি হয় ব্রাজিল ও প্যারাগুয়ে।
ম্যাচের ১৯তম মিনিটেই পাওলো অ্যাঞ্জেলের গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। তবে ৪ মিনিট পর রদ্রিগো অ্যান্তোনিও নিজেদের জালে বল জড়ান। রদ্রিগোর আত্মঘাতী গোলে ম্যাচ ফিরে সমতায়। ৪২ মিনিটে রোচার গোলে এগিয়ে যায় ব্রাজিল।
বিরতিতে যাওয়ার আগে ২-১ গোলে এগিয়ে থাকে সেলেসাওরা। বিরতির পর ব্রাজিল উঠে পড়ে লাগে ব্যবধান বাড়াতে আর প্যারাগুয়ে চেষ্টা চালায় ম্যাচে ফেরার। তবে ৭৯ মিনিটে লুইজের গোলে আরও এক ধাপ এগিয়ে যায় ব্রাজিল। তবে ম্যাচের অতিরিক্ত মিনিটে স্যাবাস্টিনের গোলে ব্যাবধান কমায় প্যারাগুয়ে।
শেষ পর্যন্ত ৩-১ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিলের যুবারা। এই জয়ে দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্টি নিয়ে শিরোপার পথে এগিয়ে গেছে ব্রাজিল।
ফাইনাল রাউন্ডে ব্রাজিলের তৃতীয় ম্যাচ স্বাগতিক ইকুয়েডরের বিপক্ষে ১৮ এপ্রিল। চিলির বিপক্ষে চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে ২১ এপ্রিল। আর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামবে আগামী ২৩ এপ্রিল পঞ্চম ও শেষ ম্যাচে।
উল্লেখ্য, ফাইনাল রাউন্ড নিশ্চিত করা ছয়টি দলই মুখোমুখি হবে একে অপরের। প্রতিটি দলের থাকবে পাঁচটি করে ম্যাচ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন। আর দ্বিতীয় স্থানে থাকা দল হবে রানার্সআপ।
বাকি চার দলের মধ্যে যথায়ক্রমে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণ হবে।
জেএন/পিআর