স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৩ এর আওতায় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশ ভিশন-২০৪১ প্রতিষ্ঠা এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে বোয়ালখালীতে “স্মার্ট চট্টগ্রাম বেস্ট আইডিয়া এওয়ার্ড” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় বিআরডিবি হল রুমে উপজেলা প্রশাসন আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন।
এতে অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম ও সহকারী কমিশনার (ভূমি) মো.আলাউদ্দিন।
কর্মশালায় উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও শিক্ষকদের সমন্বয়ে গঠিত ৭টি গ্রুপ বিষয়ভিত্তিক প্রকল্পের মাধ্যমে স্মার্ট উপজেলা বিনির্মাণের আইডিয়া প্রদান করেন।
এর মধ্যে ১ম স্থানে রয়েছেন স্বাস্থ্য, ২য় স্থানে সমাজসেবা ও ৩য় স্থানে বোয়ালখালী পৌরসভাকে নির্বাচিত করা হয়।
জেএন/পূজন সেন/পিআর