ঈদে যানজট নিরসনে সিএমপি’র ট্রাফিক দক্ষিণের ৭ নির্দেশনা

আসন্ন পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে শহরের যানজট নিরসন ও জনসাধারনের সুষ্ঠু যাতায়াত নিশ্চিতকরণ বিষয়ে সার্বিক প্রস্তুুতি গ্রহণ করে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের পক্ষ থেকে ৭টি নির্দেশনা দেয়া হয়েছে।

- Advertisement -

আজ ১৮ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক) এন.এম নাসিরুদ্দিন।

- Advertisement -google news follower

নির্দেশনাগুলো হচ্ছে-ঈদকে টার্গেট করে যাত্রী সাধারণের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবেনা। ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিতকল্পে সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি থেকে বিরত থাকতে হবে।

লাইসেন্সবিহীন বা শিক্ষানবীশ ড্রাইভার দিয়ে গাড়ি চালানো যাবেনা। অস্থায়ী বা মৌসুমি বাস কাউন্টার করে অযথা জনসাধারণের ভোগান্তি সৃষ্টি করা যাবেনা। ফিটনেসবিহীন, জরাজীর্ণ ও লক্করঝক্কর গাড়ি রাস্তায় নামানো যাবেনা।

- Advertisement -islamibank

সড়কে চলাচলকারী গাড়িতে অবশ্যই ভাড়ার চার্ট প্রদর্শন করতে হবে। এক রুটের গাড়ি অন্য রুটে চলাচল করতে দেয়া হবেনা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM