বসতবাড়িতে আগুন লেগে সোনিয়া খাতুন (১০) ও সুমাইয়া খাতুন (২) নামে দুই বোনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার বিকেল ৩টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিঘলকান্দি বিশ্বাস পাড়ায় ঘটনাটি ঘটে।
নিহতরা ওই পাড়ার দুখী মিয়ার সন্তান। আগুনে দুঃখী মিয়ার ঘর ছাড়াও পার্শ্ববর্তী ওসমান আলীর ঘরও পুড়ে যায়।
মিরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সবুজ হোসেন একই পরিবারের দুই শিশু কন্যার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ৩টায় দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যায়।
প্রায় দুই ঘণ্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঘরের ভেতর থেকে দুই বোনের পোড়া মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় দীঘলকান্দি পুলিশ ক্যাম্পের এস আই জামাল হোসেন বলেন কোন অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি দমকল কর্মীরা। তবে রান্নাঘরের চুলা অথবা বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে আগুন সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রিফাইতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ বাবলু বলেন, আগুনে দুটি পরিবারের অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জেএন/পিআর