সীতাকুণ্ডে শিপইয়ার্ডে শ্রমিক দগ্ধ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজ কাটার সময় তাজুল (২২) নামে এক শ্রমিক দগ্ধ হয়েছেন। তাজুল স্ক্র্যাপ জাহাজের কাটারম্যান ছিল।

- Advertisement -

বুধবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটার সাগর উপকূলের সাগরিকা শিপইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

শিপইয়ার্ডের কাটিং কন্ট্রাক্টর সাহাব উদ্দিন বলেন, স্ক্র্যাপ জাহাজের লোহা গ্যাস দিয়ে কাটার সময় ওই শ্রমিক সামান্য দগ্ধ হন। মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) দায়িত্বরত চিকিৎসকরা তাজুল নামে কোন দগ্ধ রোগী হাসপাপতালে চিকিৎসা নিতে আসেনি বলে জানিয়েছেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলওয়ার হোসেন বলেন, বুধবার বিকেলে জাহাজ ভাঙা শ্রমিক দগ্ধ হওয়ার বিষয়টি জানি না। তবে সোমবার রাতে জাহাজ ভাঙা শ্রমিক দুর্ঘটনায় মারা যাওয়ার বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

- Advertisement -islamibank

এর আগে গত সোমবার রাতে ওই এলাকায় বিল্পব (২৫) নামে এক শ্রমিক গোল্ডেন শিপইয়ার্ডে লোহার প্লেটের নিচে চাপা পড়ে মারা যায়।

জয়নিউজ/শহীদ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM