চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সরকারি ওষুধ চুরির সময় হাসপাতালের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে হাসপাতালের ৩৩ নম্বর গাইনি ওয়ার্ডে অভিযান চালিয়ে ওষুধসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম রতন দত্ত (৫৮)। সে ওই ওয়ার্ডের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। রতন সাতকানিয়া উপজেলার এক নম্বর ওয়ার্ডের বড়দা তালুকদার বাড়ির মৃত বেনীমাধব দত্তের ছেলে বলে জানা গেছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চমেক হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ড থেকে সরকারি ওষুধ চুরির অভিযোগ পেয়ে রতন দত্তের উপর নজরদারি বাড়ানো হয়।
আজ বৃহস্পতিবার সকালে ওষুধ চুরি করে নিয়ে যাওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক।
জেএন/পিআর