চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রী একের পর এক প্রকল্প অনুমোদন দিয়ে যাচ্ছেন। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে আগামী তিন বছরের মধ্যে চট্টগ্রামের যানজট নিরসন হয়ে যাবে।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকেলে মুরাদপুর-লালখানবাজার ফ্লাইওভারের লুপ উদ্বোধন অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম এসব কথা বলেন।
মুরাদপুর থেকে লালখানবাজার পর্যন্ত ফ্লাইওভারের কাজ শেষ হয়েছে উল্লেখ করে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম আরো বলেন, উন্নয়ন কাজের জন্য মানুষের দুর্ভোগ-দুর্দশা বাড়বে বলে অনেকে ধারণা করেছিল। কিন্তু আজ জনগণ এর সুফল ভোগ করছে। আমাদের ছোট প্রতিষ্ঠান। আমাদের সীমিত লোকবল নিয়ে চট্টগ্রামের উন্নয়নে কাজ করছি। আজ প্রমাণিত হয়েছে সিডিএ’র সিদ্ধান্তই সঠিক ছিল।
এসময় উপস্থিত ছিলেন সিডিএ’র বোর্ড মেম্বার জসিম উদ্দিন, মো. শাহজাহান, হাসান মুরাদ বিপ্লব, সিডিএ সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জয়নিউজ/কাউছার/জুলফিকার