বৃষ্টির সঙ্গে পড়ল পাঁচ কেজি ওজনের শিলা

তীব্র গরমে সারাদেশ যখন হাঁসফাঁস তখন গত কয়েকদিন ধরে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও হচ্ছে বজ্রসহ বৃষ্টি, এমন কি শিলা বৃষ্টিও।

- Advertisement -

শনিবার (২৯ এপ্রিল) বিকেলে রাজবাড়ীর পাংশা উপজেলায় বৃষ্টির সঙ্গে পড়েছে পাঁচ কেজি ওজনের একটি শিলা।

- Advertisement -google news follower

স্থানীয় মুদি দোকানি হালিম বিশ্বাসের দাবি, যে শিলটি পড়েছে সেটি ৫ কেজি ওজনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শিলটি হাতে ধরা অবস্থায় তাকে বলতে শোনা গেছে, শিলাটি পড়ে একটি অংশ ভেঙে গেছে। তখনই ছিল পাঁচ কেজি।

যখন ভিডিওটি করা হয় ততক্ষণে এক ঘণ্টা পেরিয়ে গেছে। এরপরও তিন থেকে সাড়ে তিন কেজি অনুভূত হচ্ছে বলে জানান হালিম বিশ্বাস।

- Advertisement -islamibank

স্থানীয়রা জানান, বিকালে ঝড়-বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও পড়ে। কিছু সময় পরে হঠাৎ চান্দুর মোড় এলাকায় বিশাল আকৃতির একটি শিলা পড়ে। যার ওজন প্রায় পাঁচ কেজি।

এতবড় শিলা স্থানীয়রা আগে কখনোই দেখেননি। শিলাটি দেখে তারা হতবাক হয়েছেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সা‌দিক চৌধুরী জানান, বিষয়‌টি শুনেছি। তবে কেউ আমার কাছে ওই শিলা নি‌য়ে আসেনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM