জোরারগঞ্জে আগুনে ৩০ দোকান পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ বাজারে ভয়াবহ এক আগুন লাগার ঘটনা ঘটেছে।গতকাল বুধবার (৩ মে) রাত ১১টার দিকে বাজারের ইদ্রিছ বলী মার্কেটে অগ্নিকান্ডের সুত্রপাত হয়।

- Advertisement -

আগুনের ভয়াবহতা মুহুর্তেই চারপাশে ছড়িয়ে পুড়ে ছাই হয়ে গেছে ৩০টি দোকান। ব্যবসায়ীদের দাবি এ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

- Advertisement -google news follower

পুড়ে যাওয়া দোকান গুলোর মধ্যে রয়েছে মহিউদ্দিন এর চা দোকান, তাহের মিয়ার ধান মাড়াইয়ের দোকান, চন্ডিনাথের টেইলার দোকান, নুরুল আলমের চা দোকান,সাব্বির থাই এল্যুমিনিয়াম, শ্যামল দেওয়ানজীর অফিস, বিকাশ ফার্মেসি, আব্দুল গফুরের চা দোকান, গিয়াস উদ্দিনের পান দোকান, নাজিম উদ্দিন এর সাইকেল গ্যারেজ, আবুল কালামের গ্যালভনাইজিং এর দোকান, কালু মিয়ার ওয়ার্কশফ, টিভি ম্যাকানিক রাজুর দোকান, মঞ্জুর কম্পিউটার দোকান, দেবাশিষ নাথের ডিমের আড়ৎ, জামশেদ ফার্ণিচার, সরোয়ার ফার্ণিচার, সরোয়ার অটোরিকশা গ্যারেজ, বিমল বাবুর কাঠের দোকান, হাসান এর কাঠ নক্সার দোকান, জিয়া উদ্দিন বাবুলের ফার্ণিচার দোকান ২ টি, রবিন টিম্বার, নুর হোসেন ফার্ণিচার, আবুল কাশেম কাঠের দোকান, বাবু ফার্ণিচার।

মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সসহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

- Advertisement -islamibank

তবে এর আগেই ২৫ টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় কোন হতাহতের খবর নেই জানিয়ে তিনি বলেন আগুন লাহার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তনাধিন রয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ