সীমান্তে চোরাকারবারি ঠেকানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সীমান্তে যেকোনো মূল্যে চোরাকারবারি ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

- Advertisement -

রবিবার (৭ মে) চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টারে সাড়ে ৫৩৯ নবীন সৈনিক রিক্রুটিং অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

- Advertisement -google news follower

এর আগে ৯৯তম রিক্রুটিং ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বিজিবি বাহিনীতে রবিবার যুক্ত হলেন ৫৩৯ জন নতুন সদস্য। ৫০২ জন পুরুষের পাশাপাশি ৩৭ জন নারীও নিয়েছেন ছয় মাসের কঠিন প্রশিক্ষণ।

চট্টগ্রামের সাতকানিয়ার বিজিবি ট্রেনিং সেন্টারে নতুন সদস্যরা শপথ নেন দেশের তরে। নবীন সৈনিকরা সমাপনী কুচকাওয়াজে সশস্ত্র সালাম জানান স্বরাষ্ট্রমন্ত্রীকে। অভিবাদন গ্রহণের পর মন্ত্রী, সৈনিকদের প্রতি দিকনির্দেশমূলক বক্তব্য দেন।

- Advertisement -islamibank

বিজিবিকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের উদ্যোগগুলো তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী যেকোনো মূলে সীমান্তে চোরাকারবারি ঠেকাতে তাদের নির্দেশ দেন।

এবারের প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করায় সুহেল মিয়াকে সম্মাননা তুলে দেওয়া হয়।

প্রসঙ্গত, দেশের প্রায় সাড়ে ৪ হাজার কিলোমিটার সীমান্তে নির্ঘুম জেগে পাহারা দেন প্রায় অর্ধলাখ বিজিবি সদস্য।

শুধু সীমান্ত নয়, অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায়ও কাজ করতে হয় এ বাহিনীর সদস্যদের। সেই বাহিনীতে যুক্ত হলো ৫৩৯ জন নতুন সদস্য।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM