কক্সবাজারের উখিয়ার পালংখালি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশের সবচেয়ে বড় আইসের চালান জব্দ করেছে র্যাব।
শনিবার (৬ মে) রাতে গোপন সুত্রের খবরে অভিযানটি চালানো হয়। অভিযানের খবর আগে থেকে টের পেয়ে বেশ কয়েকজন মাদক কারবারি পালাতে সক্ষম হলেও চার জনকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে একশ’ ২০ কোটি টাকা মূল্যের ২৪ কেজি মাদক আইস জব্দ করেছে র্যাব। যা দেশে এ যাবতকালে জব্দ করা আইসের সবচেয়ে বড় চালান।
আটককৃতরা হলেন, ইমরান ওরফে ইরান মাঝি (৩৩), রুবেল ওরফে ডাকাত রুবেল (২৬), আলাউদ্দিন (৩৫) ও জয়নাল আবেদীন ওরফে কালাবদা। এদের মধ্যে আলাউদ্দিন পাচারকারী চক্রের মূলহোতা এবং পুলিশের বরখাস্তকৃত সদস্য।
রবিবার (৭ মে) দুপুরে র্যাব-১৫ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আল মঈন জানান, পার্শ্ববর্তী দেশ থেকে আইসের একটি বড় চালান আসছে-এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।
পরে ২৪ কেজি আইস জব্দ করা হয়। যা দেশে এ যাবতকালে জব্দ করা আইসের সবচেয়ে বড় চালান।
এর আগে ২৬ এপ্রিল কক্সবাজারের পালংখালী সীমান্ত থেকে ২১ কেজি ৯০ গ্রাম আইসের চালানসহ তিন মাদক কারবারিকে আটক করে বিজিবি।
জেএন/পিআর