চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান (এসএসসি) পরীক্ষার তৃতীয় দিনের ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৯৫৮ জন পরীক্ষার্থী।
সেই সাথে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৭ মে) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আজকে পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে অসদুপায় অবলম্বন করায় চট্টগ্রামর জেলার একটি কেন্দ্রের একজন এবং রাঙামটি জেলার একটি কেন্দ্রের একজনসহ মোট দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
তাছাড়া অন্য সকল পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল। আজ চট্টগ্রামে শিক্ষাবোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৯৫৮ জন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ২১৬টি কেন্দ্রে মোট ১ লাখ ৪৯ হাজার ৫৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ৪৭ হাজার ৬৩১ জন পরীক্ষার্থী। অনুপস্থিত পরীক্ষার্থীর হার শতকরায় ১ দশমিক ৩১ ভাগ প্রায়।
জেএন/হিমেল/পিআর