সেন্টমার্টিনে উড়ে গেছে ঘর, ভেঙে পড়েছে গাছ: নিহত ২

বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা কক্সবাজারের সেন্টমার্টিনে তান্ডব শুরু করেছে। আজ রবিবার (১৪ মে) দুপুরে মোখার আঘাতে সেন্টমার্টিনের বেশ কিছু বাড়িঘর, গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে।

- Advertisement -

শেষখবর পাওয়া পর্যন্ত গাছ ভেঙ্গে পড়ে দুজনের মৃত্যু হয়েছে জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান।

- Advertisement -google news follower

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, অনেক ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেছে। শুনেছি, গাছ পরে এক নারী ও এক পুরুষের মৃত্যুও হয়েছে। কিন্তু, আবহাওয়ার কারণে বাইরে যাওয়ার সুযোগ নেই।

স্থানীয় বাসিন্দারা বলেন, মানুষের ঘর বাড়ির টিন, ছাউনি, কাঠ, বাঁশ উড়িয়ে নিচ্ছে। বড় বড় গাছ ও নারিকেল গাছ দুমড়ে মুচড়ে পড়েছে। দোকানপাট ভেঙে উড়ে গেছে।

- Advertisement -islamibank

পুরো সেন্টমার্টিনে বৃষ্টির পানি ও বাতাসের তীব্রতায় কিছুই দেখা যাচ্ছে না। সব ধোঁয়াশা হয়ে আছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, রবিবার (১৪ মে) দুপুরে সেন্টমার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মোখার তাণ্ডবে সেন্টমার্টিনে গাছচাপা পড়ে দুজনের মৃত্যু হয়েছে।

তবে পরিস্থিতি অনুকূলে না না থাকায় তাদের নাম ঠিকানা ও ঘটনার বিস্তারিত জানতে পারেন নি তিনি।

এর আগে রোববার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখা টেকনাফ থেকে ৫০-৬০ কিলোমিটার দূরত্বে দক্ষিণ মিয়ানমারের সিট্যুয়ে অঞ্চল দিয়ে যাবে।

ঘূর্ণিঝড়ের মূল ঝুঁকিটা চলে যাবে মিয়ানমার অঞ্চল দিয়ে। টেকনাফ, কক্সবাজারসহ বাংলাদেশের অঞ্চলগুলো ঝুঁকিমুক্ত হতে চলেছে।

এর ফলে শুরু থেকে ঘূর্ণিঝড় মোখা নিয়ে আমাদের যে ঝুঁকির সম্ভাবনা ছিল, এখন আর ততটা ঝুঁকি নেই।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM