বাসায় গ্যাস নেই-হোটেলে ভিড়, জনদুর্ভোগ পটিয়ায়

পটিয়ায় বিদ্যুতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে গ্যাসেরও তীব্র সংকট। আজ রবিবার সকাল থেকে বাসা বাড়িতে গ্যাস না থাকায় মানুষের দূর্ভোগ চরম আকারে রুপ নিয়েছে।

- Advertisement -

গ্যাস না থাকায় অনেক হোটেলে সিলিন্ডার গ্যাস এবং লাকড়ি জ্বালিয়ে গ্রাহকদের চাহিদা পূরণের চেষ্টা করছে। কখন গ্যাস আসবে নির্দিষ্ট করে বলতে পারছে না কেউ।

- Advertisement -google news follower

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, সারাদেশেই এই সংকট। চট্টগ্রামে নতুন করে কিছু বলার নেই।

জ্বালানী প্রতিমন্ত্রী নসিরুল হামিদ বলেছেন, আগামী ২ সপ্তাহ পর্যন্ত এই সংকট থাকতে পারে।

- Advertisement -islamibank

এদিক ঘুর্ণিঝড়ের প্রভাব একদিকে বৃষ্টি অপরদিকে ঘরে ঘরে এসএসসি পরীক্ষার্থী। সব মিলিয়ে মা-বাবা, গৃহিনীদের কষ্টের সীমা নেই।

স্থানীয় লোকজন যেখানেই একত্রিত হচ্ছেন সেখানেই সবাই মিলে গ্যাস ও বিদ্যুতের সংকটের সমালোচনা করছেন।

সরজমিনে ঘুরে পটিয়ার পৌরসভার বিভিন্ন হোটেলগুলোতে পার্সেল খাবার নেওয়ার ভিড় দেখা গেছে। আবার গ্যাস সংকটের অজুহাতে হোটেল গুলোতে দাম বাড়তি নেওয়ার অভিযাগও করেন অনেক ভুক্তভোগী ক্রেতা।

জেএন/সঞ্জয় সেন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM