খসরুর সঙ্গে ফোনালাপকারী তরুণ আটক

নিরাপদ সড়ক দাবিতে চলমান ছাত্র আন্দোলনের সুযোগ নেওয়ার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ফোনালাপকারী নাওমি পরিচয় দেওয়া সেই তরুণ আটক হয়েছে।

- Advertisement -

তার পুরো নাম মিনহানুর রহমান নাওমি। রোববার (৫ আগস্ট) সকালে কুমিল্লা থেকে তাকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী।

- Advertisement -google news follower

শনিবার (৪ আগস্ট) দুপুরে আমীর খসরুর সঙ্গে নাওমি নামের ওই যুবকের ফোনালাপের একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে।

এই রেকর্ডে আমির খসরুর কণ্ঠে বলা হচ্ছিল, এই আন্দোলনে দুই, চার/পাঁচশ’ মানুষ যেন নেমে যায়। আর দেরি করলে আন্দোলন ‘ডাউন’ হয়ে যাবে বলেও সতর্ক করা হয়।

- Advertisement -islamibank

তখন নাওমি জানায়, সে এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে। সবার সঙ্গে যোগাযোগ করছে।

আমির খসরু এই কথোপকথনের কথা অস্বীকার করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সংবাদ সম্মেলন করে এই অভিযোগ অস্বীকার করেছেন।

তবে কুমিল্লা পুলিশ নাওমিকে শনাক্ত করে তাকে গ্রেফতারের চেষ্টা শুরু করে।

এই ঘটনার পর শনিবার রাতেই আমীর খসরুর বিরুদ্ধে মামলা করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।

জয়নিউজবিডি/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM