চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তদারকিতে নেমেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার (১৮ মে) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত তদারকিমূলক অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেয়ে চারটি বাস আটক করে বাসগুলো জব্দ করা হয়।
চবি প্রক্টর ড. নূরুল আজিম শিকদার বলেন, ‘আমরা আমাদের অভিযান চলমান রেখেছি। বেশি ভাড়া নেওয়া চারটি বাস জব্দ করেছি।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযান সফল করতে সবার সহযোগিতা কামনা করছি।
চবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) বিভাগের ১৭-১৮ সেশনের জাহিদুল করিম বলেন, ‘কর্তৃপক্ষ ভাড়া না বাড়ালেও চালকরা স্বেচ্ছাচারিতা করছে। তাই তাদের দমনে প্রশাসনকে আমরা সহযোগিতা করছি।
আমরা চাই না কেউ আমাদের ক্যাম্পাসে এসে ভোগান্তির শিকার হোক। আমরা সবসময় এসব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবো। আমাদের অভিযান চলমান থাকবে।
জেএন/পিআর