জঙ্গিবাদ, সন্ত্রাস যারা করে তাদের কোনো ধর্ম নাই। তাই সন্ত্রাস আর জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১৯ মে) রাজধানীর আশকোনায় এবারের হজযাত্রার উদ্বাধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ই-হজ ব্যবস্থাপনার কারণে হজযাত্রা অনেক সহজ হয়েছে। এবছর শতভাগ হজযাত্রী সৌদি আরবের ইমিগ্রেশন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পন্ন করতে পারবেন।
এছাড়া দেশের মানুষ যেন আর দুঃখ কষ্টে না থাকে সেজন্য হজে গিয়ে হজযাত্রীদের দোয়া করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন যেন অব্যাহত থাকে, মানুষ যেন মর্যাদা নিয়ে চলতে পারে সে লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করেছে যাচ্ছে।
জেএন/পিআর