আফগানিস্তানে কয়েক দশকের যুদ্ধের পর রাশিয়ায় আয়োজিত আফগান শান্তি প্রক্রিয়া বিষয়ক সম্মেলনে এই প্রথম যোগ দিয়েছে জঙ্গিগোষ্ঠী তালেবান।
কাবুল এবং তালেবানের মধ্যে সরাসরি শান্তি আলোচনার অনুকূল পরিবেশ গড়ার লক্ষ্যে শুক্রবার (৯ অক্টোবর) এ সম্মেলন অনুষ্ঠান করেছে মস্কো।
তালেবানের পাশাপাশি আফগানিস্তানের হাই পিস কাউন্সিলের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সম্মেলনে সরাসরি আলোচনার পথ প্রশস্ত হবে বলে আশা করছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ।
ভারতও এ সম্মেলনে অংশ নিচ্ছে। এছাড়া আছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ।
মস্কো এবারই প্রথম আফগান তালেবানকে আমন্ত্রণ জানিয়েছে এবং তালেবানের পক্ষ থেকেও উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠানো হয়েছে।
তবে এখনই এ থেকে চটজলদি কোনো ফল আসবে বলে আশা করছেন না পর্যবেক্ষকরা। কিন্তু রাশিয়ায় তালেবান ও আফগান প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রসহ
অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গে যে এক সম্মেলনকক্ষে শান্তি আলোচনার জন্য বসেছে, এটিই গুরুত্বপূর্ণ।
রাশিয়ার সঙ্গে তালেবানের শত্রুতার দীর্ঘ ইতিহাস আছে। যুক্তরাষ্ট্র ও আফগান বাহিনী আফগানিস্তানে এক দশকেরও বেশি সময় ধরে তালেবানের বিরুদ্ধে লড়াই করে আসছে। ফলে এ পক্ষগুলোর একসঙ্গে আলোচনায় বসা তাৎপর্যপূর্ণ ঘটনা।
জয়নিউজ/আরসি