শান্তি আলোচনায় তালেবান

আফগানিস্তানে কয়েক দশকের যুদ্ধের পর রাশিয়ায় আয়োজিত আফগান শান্তি প্রক্রিয়া বিষয়ক সম্মেলনে এই প্রথম যোগ দিয়েছে জঙ্গিগোষ্ঠী তালেবান।

- Advertisement -

কাবুল এবং তালেবানের মধ্যে সরাসরি শান্তি আলোচনার অনুকূল পরিবেশ গড়ার লক্ষ্যে শুক্রবার (৯ অক্টোবর) এ সম্মেলন অনুষ্ঠান করেছে মস্কো।
তালেবানের পাশাপাশি আফগানিস্তানের হাই পিস কাউন্সিলের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সম্মেলনে সরাসরি আলোচনার পথ প্রশস্ত হবে বলে আশা করছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ।

- Advertisement -google news follower

ভারতও এ সম্মেলনে অংশ নিচ্ছে। এছাড়া আছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ।

মস্কো এবারই প্রথম আফগান তালেবানকে আমন্ত্রণ জানিয়েছে এবং তালেবানের পক্ষ থেকেও উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠানো হয়েছে।
তবে এখনই এ থেকে চটজলদি কোনো ফল আসবে বলে আশা করছেন না পর্যবেক্ষকরা। কিন্তু রাশিয়ায় তালেবান ও আফগান প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রসহ

- Advertisement -islamibank

অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গে যে এক সম্মেলনকক্ষে শান্তি আলোচনার জন্য বসেছে, এটিই গুরুত্বপূর্ণ।

রাশিয়ার সঙ্গে তালেবানের শত্রুতার দীর্ঘ ইতিহাস আছে। যুক্তরাষ্ট্র ও আফগান বাহিনী আফগানিস্তানে এক দশকেরও বেশি সময় ধরে তালেবানের বিরুদ্ধে লড়াই করে আসছে। ফলে এ পক্ষগুলোর একসঙ্গে আলোচনায় বসা তাৎপর্যপূর্ণ ঘটনা।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM