চট্টগ্রামের বাঁশখালীতে বিষাক্ত সাপের কামড়ে ৩৩ বছর বয়সী এক স্কুলশিক্ষিকার মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল শনিবার (২০ মে) সন্ধ্যায় উপজেলার বাহারছাড়া ইউনিয়নের চাপাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্কুলশিক্ষিকার নাম নাসরিন সুলতানা (৩৩)। তিনি পশ্চিম চাপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং বাহারছাড়া ইউনিয়নের চাপাছড়ি এলাকার মোহাম্মদ নুরুল আমিনের স্ত্রী বলে জানা গেছে। নিহত স্কুলশিক্ষিকার স্বামীও একই স্কুলের সহকারী শিক্ষক।
তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে জানিয়ে নিহতের স্বামী বলেন, শনিবার সন্ধ্যার দিকে অন্যান্য দিনের মতোই পোষা মুরগিগুলো ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করতে যায় নাসরিন।
এসময় বিষধর একটি সাপ আচমকা তার বাম পায়ে কামড় বসিয়ে পালিয়ে যায়। তার চিৎকার শুনে ওই ঘরে গিয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেএন/পিআর