দুই বাংলার জনপ্রিয় শিল্পীদের নিয়ে ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব-২০২৩ ভারতের পশ্চিম বঙ্গের কোলকাতাস্থ জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল নন কমিউনাল কাউন্সিলের ভারতস্থ পরিচালক দুর্গা বাড়া’র সভাপতিত্বে ও চলচিত্র পুরস্কারপ্রাপ্ত বাচিক শিল্পী ডা. মৌ ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠিত মৈত্রী উৎসবে প্রধান অতিথি ছিলেন পশ্চিম বঙ্গ সরকারে সমাজসেবা মন্ত্রী অরূপ রায়।
স্বাগত বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল নন কমিউনাল কাউন্সিলের বাংলাদেশস্থ পরিচালক বাংলাদেশস্থ পরিচালক এম.এইচ এমরান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় নৌ-কর্মকর্তা ক্যাপ্টেন পরিমল মালাকার, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাতনী সংগীত শিল্পী নূপুর কাজী, বেঙ্গালুরুর প্রেসিডেন্ট মি. সুদর্শন এম.কে, অল ইন্ডিয়া বুদ্ধ ধর্মাঙ্কুর সভার সেক্রেটারী অমলেন্দু চৌধুরী, এমডি সৃষ্টি ফাউন্ডেশনের অভিনেত্রী ও নৃত্য শিল্পী ইন্দ্রানী গাঙ্গুলি, নাট্য নির্মাতা ও অভিনেত্রী মিতা পাল।
অনুষ্ঠানের শুরুতে সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় অনন্য অবদানের জন্য চট্টগ্রাম জেলা ট্রাক-মিনিট্রাক এন্ড কাভার্ডভ্যান মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কে.এম মহিউদ্দিনের হাতে মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পীস অ্যাওয়ার্ড-২০২৩ তুলে দেন অতিথিবৃন্দ। মৈত্রী উৎসবে উপস্থিত অতিথিবৃন্দরা ভারত-বাংলাদেশের শিল্প-সংস্কৃতির বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করেন।
জেএন/এমআর