রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার (১৬ জুন) বেলা ১০টা ৪৭ মিনিটের দিকে কেঁপে উঠে এই সব এলাকা।
ভলকানো ডিসকোভারি নামের একটি সাইটে বলা হচ্ছে, ভূমিকম্পটি ছিল ৪ দশমিক ৮ মাত্রার। এর উৎসস্থলের দূরত্ব সিলেট থেকে ১২ কিলোমিটার দূরে শিলচরে। যার প্রভাব বাংলাদেশ ও ভারতের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়।
সোশ্যাল মিডিয়া পোস্টেও অনেক ব্যবহারকারী দুটি মৃদৃ কম্পনের কথা উল্লেখ করেছেন।
জেএন/এমআর